বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো কলেজ ক্যাম্পাসে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে চতুর্থ শ্রেণির কর্মচারী, শিক্ষক, এবং সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, "প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী ও কার্যকর হিসেবে গড়ে তুলতে চাই। সকলের সহযোগিতা ও আন্তরিকতা আমাদের একত্রিতভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।"
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা একসঙ্গে রোজা ভাঙার আগে বিশেষ মোনাজাতে অংশ নেন। এতে জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
এই আয়োজন সাবেক শিক্ষার্থী ও বর্তমান কলেজ পরিবারকে আরও ঘনিষ্ঠ করেছে বলে মনে করছেন আয়োজকরা।