স্বাধীন বিচার বিভাগ মানেই দ্বন্দ্ব নয়, পারস্পরিক সহযোগিতাই অগ্রগতির চাবিকাঠি: প্রধান বিচারপতি

আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৯:২৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৯:২৪:৩০ অপরাহ্ন

স্বাধীন বিচার বিভাগ মানে নির্বাহী বিভাগের সঙ্গে দ্বন্দ্ব নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া—এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা প্রশাসক সম্মেলনে এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, “জেলা বিচার বিভাগ ও জেলা প্রশাসন রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কার্যকারিতা পৃথক হলেও উদ্দেশ্য এক—ন্যায়বিচার প্রতিষ্ঠা। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আদেশ মানতে বাধ্য জেলা প্রশাসন।” তিনি জেলা প্রশাসকদের আদালতের রায় ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। সমন্বিতভাবে কাজ করলে জনগণ প্রকৃত ন্যায়বিচার পাবে।”প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। তারা ন্যায়বিচার নিশ্চিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Editor & Publisher

Mehedi Hasan Limon

Address

House 22, Main Road, Block G, Banasree, Dhaka, Bangladesh 1219
Mobile : 01711-000000
Email Address : banglanewslive24@gmail.com