ঢাবি সিন্ডিকেট থেকে বিদায় ৯ সদস্যের, রাষ্ট্রপতির অনুমোদন চূড়ান্ত

আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৮:৪৩:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৮:৪৩:৩৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের ৯ জন সদস্যের সদস্যপদ নবায়ন না করার সিদ্ধান্তে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সংশ্লিষ্ট ৯ সদস্যের সদস্যপদ নবায়ন না করার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠায়, যা সম্প্রতি অনুমোদিত হয়েছে।

সদস্যপদ হারানো ৯ সিন্ডিকেট সদস্য হলেন:
১. মো. আবদুস ছামাদ
২. মো. মাসুদুর রহমান
৩. মো. নিজামুল হক ভূঁইয়া
4. আবু হোসেন মুহম্মদ আহসান
5. মোহাম্মদ শরিফ উল ইসলাম
6. মাহিন মোহিদ
7. এস এম বাহালুল মজনুন
8. সীতেশ চন্দ্র বাছার
9. রামেন্দু মজুমদার

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সিন্ডিকেটে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

বিশ্লেষকদের মতে, ঢাবি সিন্ডিকেটের এই পরিবর্তন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় নতুন গতিবিধি আনতে পারে। তবে, এই সিদ্ধান্তের পেছনে নীতিগত কারণ ও সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Editor & Publisher

Mehedi Hasan Limon

Address

House 22, Main Road, Block G, Banasree, Dhaka, Bangladesh 1219
Mobile : 01711-000000
Email Address : banglanewslive24@gmail.com